বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
বরিশাল রিপোর্টঃ অভিবক্ত বাংলার এম এল এ পীরে কামেল মাওলানা মোঃ কাছেম (রহঃ) এর ৪৬তম ফাতেহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলে ধর্মপ্রান মুসল্লিদের ঢল নেমেছে।
মঙ্গলবার দুপুরে মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন আলোড়ন সৃষ্টিকারি ইসলামী ব্যক্তিত্ব মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)।
কাসেমাবাদ দরবার শরীফের পীর আ.ফ.ম অহিদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান।
বাদ মাগরিব বাংলাদেশ বেতার ও স্যাটালাইট চ্যানেলের ধর্মীয় আলোচক আল্লামা কাজী মারুফ বিল্লাহ ও ছারছীনা দরবার শরীফের ছোট পীর আল্লামা আরিফ বিল্লাহ ধর্মীয় আলোচনা পেশ করবেন।