রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিরোজপুরে কৃষক দল নেতা বহিষ্কার

পিরোজপুরে কৃষক দল নেতা বহিষ্কার

অনলাইন ডেক্সঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের নাজিরপুরে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. মাজেদুল ইসলাম ডালিমকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের আহ্বায়ক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা কৃষক দলের সভাপতি মো. নাসির আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখারীকাঠী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মাজেদুল ইসলাম ডালিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিল্টন কালবেলাকে বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে পিরোজপুর জেলা কমিটি।

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana