সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্বৃত্তদের হাতুড়িপেটায় কলেজ অধ্যক্ষ গুরুতর আহত

দুর্বৃত্তদের হাতুড়িপেটায় কলেজ অধ্যক্ষ গুরুতর আহত

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় দুর্বৃত্তদের হাতুড়িপেটায় সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার (৫৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে মোটরসাইকেলে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

 

এসময় সলিয়াবাকপুর কমিউনিটি ক্লিনিকের অদূরে রাস্তায় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধরক হাতুড়িপেটা করেন। এতে তার বাম পা ও মেরদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়।

 

এদিকে কলেজ অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় মো. নুরুল ইসলাম তালুকদারের ওপর বর্বর এ হামলার ঘটনায় কলেজ শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে তাঁর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

Please Share This Post in Your Social Media




পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
DEVELOP BY SJ WEB HOST BD
Design By Rana