রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
এম জাফরান হারুন, পটুয়াখালী:: “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও হাত ধোয়া কার্যক্রম চলে।
বাউফল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এবং বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী বলেন, জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান সোহাগ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সবুজ, আনছার বিডিপি কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ ও সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন প্রমূখ।