মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক: সর্বকালের সেরা আধুনিক ফুটবলারের তালিকা তৈরি করলে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটা ওপরের দিকেই থাকবে। তার কাছে স্মার্টনেসের ব্যাপারটা একটু অন্যরকমই। চলাফেরা, অভ্যাস, রুচিবোধে অন্যদের সঙ্গে মেলে না তার। যা ফুটবল দুনিয়ায় খুব সাধারণ বিষয়। কিন্তু এদিক থেকে রোনালদো অসাধারণ।
শরীরে ট্যাটু করা ফুটবলারদের জন্য খুব পরিচিত বিষয়। কিছু ফুটবলারের সারা শরীরই তো ট্যাটু করা! কিন্তু রোনালদো কখনো শরীর পুড়িয়ে ট্যাটু করেননি। ‘সিআর সেভেন’ কখনো মদ্যপান করেন না। অনেকেই এর নেপথ্য কারণ জানতে চান, এমন একটা অবস্থানে থেকেও রোনালদো কেন ধুমপান বা পানাহার করেন না?
এই উত্তরের সঙ্গে মিশে আছে বিশাল এক উদারতা। রোনালদো নিজে একজন রক্তদাতা। তার দানশীল মনোভাবের কথা প্রায়সবাই জানেন। কিন্তু রোনালদো যে নিয়েমিত রক্ত দান করেন তা হয়তো অনেকেই জানেন না। তার মতে মদ্যপান বা ধুমপানের মতো বদ অভ্যাস থাকলে এই মহৎ কাজটা করা যায় না।
এটা জানেন এবং মানেন বিধায় নেশাজাত দ্রব্যাদি স্পর্শ করেন না রোনালদো। শুধু তিনি একা নন, তার মা এবং বোনরাও অ্যালকোহল ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে সরব। অতিরিক্ত মদ্যপানের কারণে ২০০৫ সালে তার বাবা মারা গেছেন।
এরপর থেকেই রোনালদোর পরিবার মদ্যপানের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।