সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
বরিশাল রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা-বসতঘর ভাংচুরের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি তমাল মালাকার। বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বপন কুমার দত্ত, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি চন্দন দাস মনা ও মহানগর সম্পাদক জয়ন্ত দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদক চঞ্চল দাস বাপ্পা, জেলা কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, প্রচার সম্পাদক গোবিন্দ সাহা প্রমুখ।
পরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর পেশ করেন নেতৃবৃন্দ