রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
এম জাফরান হারুন, পটুয়াখালী: ২০২৪ ও ২০২৫ অর্থ বছরের ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের আহরণে বিরত থাকা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৯শত জন জেলের মাঝে ২৫ কেজি হারে মোট ২২ মেট্রিক টন ৫শত কেজি বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ই অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদে বসে সুষ্ঠু ভাবে এ চালগুলো প্রকৃত জেলেদের মাঝে বিতরণ করা হয়।
এসময় তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন, প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যা এবং গ্রাম পুলিশগন।